Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ফেব্রুয়ারি/২০১৪ খ্রিঃ মাসের পরিষদের মাসিক সভা ।
Details

এতদ্বারা উপজেলা পরিষদের সম্মানিত সকল সদস্য ও বিভাগীয় কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২/০২/২০১৪ খ্রিঃ তারিখ রোজ বুধবার বেলা-১২.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফেব্রুয়ারি/২০১৪ খ্রিঃ মাসের পরিষদের মাসিক সভা জনাব হাছান আহম্মেদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চাটখিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

 

উক্ত  সভায় সংশ্লিষ্ট  সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য এবং প্রয়োজনীয় তথ্য/কর্মপত্র (২ দুই প্রস্থ) সভার  পূর্বে নিম্নস্বাক্ষ রকারীর কার্যালয়ে প্রেরণ করার জন্য অনু­রাধ করা হলো।

 

 

(কাজী মোহাম্মদ চাহেল তস্তরী)

উপজেলা নির্বাহী অফিসার

চাটখিল, নোয়াখালী।

Attachments
Publish Date
12/02/2014