Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নিয়োগ বিজ্ঞপ্তি
Details

চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড

(বি.আর..ডি.বিরআওতাধীন)

চাটখিল;নোয়াখালী

 

নিয়োগ বিজ্ঞপ্তি

স্মারকনং:বাপউবো/চাট/নোয়া/201৪-১৪৪                                                                                তারিখঃ 02.০6.201৪খ্রীঃ

 

চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর আওতায়1(এক) জন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও 1(এক) জন অফিস পিয়ন নিয়োগের জন্য নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।

 

ক্রনং

পদের নাম ও বেতন স্কেল’০৯

পদের সংখ্যা

বয়স

শিক্ষাগত যোগ্যতা

01

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর

বেতন স্কেল-5200-320*77440ইবি345*11=11,235/-

০১ টি

সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর

ন্যুনতম এইচ এস সি

০২

অফিস পিয়ন

বেতন স্কেল- ৪১০০-১৯0*7-5430-ইবি-২১০*১১-৭৭৪০

০১ টি

সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর

ন্যুনতম অষ্টম শ্রেণী

 

 

শর্তসমূহঃ

১।প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ২9.০৫.২০১৪খ্রীঃ তারিখে বয়স,শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, বৈবাহিক অবস্থা ইত্যাদি উল্লেখপূর্বক আবেদনপএ বিজ্ঞপ্তি পএিকায় প্রকাশের10(দশ) দিনের মধ্য নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি দাখিল করতে হবে।

২।আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপএের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন সত্যায়িত ছবি, জাতীয়তা সনদের সত্যায়িত ফটোকপি ও প্রথম শ্রেণীর কর্মকর্তা কতৃক প্রদত্ত চারিএিক সনদপএ দাখিল করতে হবে।

৩।মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ক্ষেএে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

৪।প্রার্থীকে সৎ, উদ্দমী এবং মাঠ পর্যায়েরদরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করবার মনসিকতা থাকতে হবে।

৫।অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে আবেদনকারীকে কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে।

৬।বিভাগীয় স্বার্থে নিয়োগের ক্ষেএে সরকারী চাকুরী বিধি অনুসরন করা হবে।

৭।আবেদনপএের সঙ্গে ২০০/- (দুইশত টাকা) অফেরৎ যোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার চাটখিল ইউসিসিএলিঃ এর বরাবর দাখিল করতে হবে।

৮।প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ও প্রযোজ্য ক্ষেএে মুক্তিযোদ্ধার মূল সনদ প্রদর্শন করতে হবে।

৯।অসম্পূর্ন/ভুল তথ্য সম্বলিত আবেদনপএ বাতিল বলে গণ্য হবে।

১০।নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবংএ নিয়োগ বিজ্ঞপ্তি যেকোন সময় বাতিলের ক্ষমতা ও কর্তৃপক্ষ রাখেন।

 

                                                                                                                   

                                                                                                                    স্বাক্ষরিত/

                                                                                                               ০২/০৬/২০১৪খ্রিঃ

                                                                                                         উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

   বি.আর.ডি.বি

চাটখিল;নোয়াখালী।

Publish Date
05/06/2014