চাটখিল উপজেলার মাটি সুপারী ও নারিকেল চাষের উপযোগী, তাই প্রচীন কাল থেকে এই এলাকায় সুপারী ও নারিকেল গাছের আধিক্য দেখা যায়। সুপারী ও নারিকেল চাটখিল উপজেলার ঐতিহ্য ও মানুষের জীবিকার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। অতীতে সুপারী ও নারিকেলের বিনিময়ে এই এলাকার অধিবাসীরা জীবনধারনের বিভিন্ন সমগ্রী সংগ্রহ করত এবং চাটখিলের লোকগাঁথায় নারিকেল ও সুপারী বিভন্ন শ্লোক ও গান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস