গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চাটখিল, নোয়াখালী
http://chatkhil.noakhali.gov.bd
সিটিজেন চার্টার
ভিশন :
দক্ষ, গতিশীল, উন্নয়ন সহায়ক এবং জনবান্ধব প্রশাসন।
মিশন :
প্রত্যাশিত নাগরিক সেবার প্রদানে সুশাসন বিষয়ক সংস্কার এবং উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়ন।
উদ্দেশ্য :
১। উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সকল উন্নয়নমূলক কার্যক্রমসমূহের কার্যকর সমন্বয়সাধন।
২। দুর্যোগ ব্যবস্থাপনা, বনায়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ত্বরাণ্তিকরণ।
৩। সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন জোরদারকরণ।
৪। উপজেলা রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়ন।
৫। উপজেলা ম্যাজেস্ট্রেসির মাধ্যমে জনশৃংখলা ও জননিরাপত্তা সংহতকরা।
৬। মানবসম্পদ উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ।
৭। ক্রীড়া, সংস্কৃতি ও নারী উন্নয়ন ত্বরান্বিতকরণ।
৮। জনসচেতনতামূলক কার্যক্রমে জনউদ্বুদ্ধকরণ জোরদারকরণ।
-:যোগাযোগ :-
উপজেলা নির্বাহী অফিসার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
উপজেলা পরিষদ, চাটখিল, নোয়াখালী।
মোবাইল :+৮৮০১৭০৫৪০১১০৪
ইমেইল : unochatkhil@mopa.gov.bd
ফ্যাক্স : +880322275053
ওয়েব সাইট : http://chatkhil.noakhali.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস