Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চাটখিল উপজেলার পটভূমি

চাটখিলঃ 

নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার ক্ষুদ্রতম উপজেলা হিসেবে ০১ আগষ্ট ১৯৮৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। চাটখিল উপজেলা ০১ টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ইউনিয়ন গুলো হচ্ছে: বদলকোর্ট, খিলপাড়া, নোয়াখলা, পরকোট, সাহাপুর, হা্টপুকুরিয়া-ঘাটলাবাগ, মোহাম্মদপুর, পাঁচগাঁওএবং রামনারায়ণপুর।১৯৯৫ সালের ১ জানুয়ারী চাটখিল পৌরসভার কার্যক্রম শুরু হয়।

ইতিহাস/নামকরণঃ

জনশ্রতি আছে যে, অতীতে এ এলাকায় একটি বিল ছিল। এ বিলে চাটপোকার অবস্থানের জন্য স্থানীয় অধিবাসীরা হুমকির সম্মুখীন হয়েছিলেন। কালক্রমে এ বিল এলাকায় জনবসতি স্থাপন হয় এবং এলাকার নাম হয় চাটখিল

 

ভৌগলিক অবস্থানঃ উত্তরে রামগঞ্জ, শাহরাস্তি ও মনোহরগঞ্জ উপজেলা, দক্ষিণে লক্ষ্মীপুর সদর ও বেগমগঞ্জ উপজেলা, পূর্বে সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে রামগঞ্জ ও লক্ষীপুর উপজেলা।