ব্যবসা
চাটখীলে বর্তমানে ব্যবসার জন্য অনুকূল স্থান হিসেবে বিবেচ্য। এই অঞ্চলের ব্যবসার মূল কেন্দ্র হচ্ছে চাটখিল বাজার। এখানে প্রায় সব ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কম্পিউটার বণিজ্য, ব্যাংকিং, বিমা, আবাসন খাত দ্রুত বর্ধনশীল। এই এলাকার মানুষগণ অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল। তাই এটি বিনিয়োগের জন্য আকর্ষনীয়।
ব্যাংকিং
চাটখিলে সকল সরকারী তফসিলি ব্যাংকের শাখা রয়েছে। এর পাশাপাশি কিছু বেসরকারী ব্যাংকও রয়েছে। বেসরকারী ব্যাংকগুলির মধ্যে রয়েছেঃ
১। ব্যাংক এশিয়া,
২। এন আর বিসি ব্যাংক
৩। ইসলামী ব্যাংক
৪। এন আর বি গ্লোবাল
৫।ওয়ান ব্যাংক
৬। ইউনিয়ন ব্যাংক
৭। শাহজালাল ইসলামী ব্যাংক।
এক নজরে চাটখিলের অর্থনীতির চিত্র
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২৯.৬৯%, অকৃষি শ্রমিক ২.০০%, শিল্প ০.৯২%, ব্যবসা ১৪.৭০%, পরিবহণ ও যোগাযোগ ৪.৫৫%, চাকরি ১৬.২১%, নির্মাণ ২.০০%, ধর্মীয় সেবা ০.৪৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২১.২৯% এবং অন্যান্য ৮.১৬%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬১.৯৮%, ভূমিহীন ৩৮.০২%। শহরে ৫৭.৭২% এবং গ্রামে ৬২.৫৮% পরিবারের কৃষিজমি আছে।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, সুচিশিল্প, দারুশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ।
শিল্প ও কলকারখানা ধানকল, আটাকল, বরফকল, মরিচকল প্রভৃতি।
কুটিরশিল্প তাঁতশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ, পিতলের কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস