সুখী সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে রুপকল্প ২০২১ সফলভাবে সম্পন্নকরণ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকারের বিশেষ অঙ্গীকারসমূহ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, মাঠ পর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচিসহ বাস্তবায়ন এবং বাস্তবায়নে সমস্যাসমূহ চিহ্নিতকরণ, সেগুলো সমাধানের পথ ও কৌশল নির্ধারণে উপজেলা নির্বাহী অফিসারগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক নির্বাচনি ইশতেহার, ২০১৮ এ প্রকাশিত বর্তমান সরকারের বিশেষ অঙ্গীকারসমূহ-বিশেষ করে গ্রামীন জনগোষ্ঠীর মাঝে শহর অঞ্চলে বিদ্যমান নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করার মাধ্যমে গ্রামকে শহরে পরিনত করা, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং সরকার কর্তৃক গৃহীত অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা/প্রকল্প/কর্মসূচিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারগণকে নিয়মিত পরিদর্শন, পর্যবেক্ষণ ও তদারকি করা অত্যান্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বার্থে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে চাটখিল উপজেলা অগ্রনী ভূমিকা পালন করবে। সমন্বিত উদ্দোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত চাটখিল গড়াই আমাদের সকলের লক্ষ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস