Web Portal যা তথ্য বাতায়ন নামেও পরিচিত শুধু দেশেই নয় সমগ্র বিশ্বের সর্ববৃহৎ তথ্য বাতায়নের স্বীকৃতি লাভ করতে যাচ্ছে যেখানে একসাথে ২৪,০০ পোর্টাল সন্নিবেশিত যা ২৩ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। উক্ত পোর্টাল সম্পূর্ণ নিজস্ব জনবলের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ২ বছরেরও অধিক সময় নিয়ে প্রস্তুত করা হয়েছে। দেশের অন্যান্য জেলার ন্যায় নোয়াখালী জেলার সকল তথ্য এই তথ্য বাতায়ন www.noakhali.gov.bdতেসন্নিবেশিত। এই তথ্য বাতায়নে জেলা সম্পর্কিত, জেলা প্রশাসন, স্থানীয় সরকার, সরকারি অফিস সহ অন্যান্য প্রতিষ্ঠান, ই-সেবা, কৃষিও স্বাস্থ্য সেবা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী বিদ্যমান। এ ছাড়া ও অনলাইনে নাগরিক, দাপ্তরিক ও জমির পর্চার আবেদন জানার পাশাপাশি এর সর্বশেষ অবস্থা জানারও সুযোগ রয়েছে। উল্লেখ্য এই তথ্য বাতায়ন জনগণের কাছে তথ্য ও প্রযুক্তির সেবা খুব সহজে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, বিভাগ, জেলা, উপজেলা এমনকি ইউনিয়নে ও সৃষ্টি করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস