উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
উপজেলার জলাশয় সমূহের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদনে সহায়তা করা, মৎস্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান, মৎস্য চাষীদের ঋণ প্রদান, নতুন প্রযুক্তি মৎস্য চাষী/ উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়া এবং উপজেলা পর্যায়ে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল কর্মকান্ড তদারকি, পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এই কার্যালয়ের প্রধান।
- কী সেবা কীভাবে পাবেন
- প্রদেয় সেবাসমুহের তালিকা
- সিটিজেন চার্টার
- সাধারণ তথ্য
- সাংগঠনিক কাঠামো
- কর্মকর্তাবৃন্দ
- তথ্য প্রদানকারী কর্মকর্তা
- কর্মচারীবৃন্দ
- বিজ্ঞপ্তি
- ডাউনলোড
- আইন ও সার্কুলার
- ফটোগ্যালারি
- প্রকল্পসমূহ
- যোগাযোগ
ক্রঃ
নং
|
সেবা সমূহ
|
সেনা গ্রহণকারী (ক্লায়েন্ট)
|
সেবা প্রদানের
সময়সীমা
|
১।
|
মৎস্য চাষ বিষয়ক গ্রুপ/ বিষয় ভিত্তিক প্রশিক্ষণ /মতবিনিময সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ প্রদান।
|
উদ্যোক্তা/
মৎস্যচাষী
|
অফিস সময়ে
|
২।
|
উপজেলা সার্বিক মৎস্য উৎপাদন বৃদ্ধি কার্যকর ব্যবস্থা/ পরিকল্পনা গ্রহনের মাধ্যমে জনগণের পুষ্টি যোগানের সহায়তা।
|
উদ্যোক্তা/
মৎস্যচাষী
|
অফিস সময়ে
|
৩।
|
মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতন ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম বিষয়ক সেবা প্রদান
|
উদ্যোক্তা/
মৎস্যচাষী
|
অফিস সময়ে
|
৪।
|
মাছ ও চিংড়ি প্রদর্শনী খামার স্থাপনে সহায়তা সেবা প্রদান।
|
উদ্যোক্তা/
মৎস্যচাষী
|
অফিস সময়ে
|
৫।
|
মৎস্য চাষ সম্পসারণের লক্ষ্যে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান।
|
ব্যক্তি/ প্রতিষ্ঠান
|
অফিস সময়ে
|
৬।
|
মৎস্য চাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশিস্নষ্ট জনগণকে সহায়তা সেবা প্রদান।
|
ব্যক্তি/ প্রতিষ্ঠান
|
অফিস সময়ে
|
৭।
|
বানিজ্যিক ভিত্তিতে জনগণকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা সেবা প্রদান।
|
মৎস্যচাষী/ উদ্যোক্তা
|
অফিস সময়ে
|
৮।
|
দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণে সহায়তা সেবা প্রদান
|
মৎস্যচাষী/ উদ্যোক্তা
|
অফিস সময়ে
|
৯।
|
মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের সহায়তা প্রদান।
|
মৎস্যচাষী/ উদ্যোক্তা
|
অফিস সময়ে
|
১০।
|
সরকারী/ আধাসরকারী/ প্রতিষ্ঠানিক জলাশয়/ পস্নাবন ভূমিতে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন সহায়তা সেবা প্রদান।
|
মৎস্যচাষী/ উদ্যোক্তা
|
অফিস সময়ে
|
১১।
|
জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা প্রদান।
|
মৎস্যচাষী/ উদ্যোক্তা
|
অফিস সময়ে
|
১। ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)
২। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম- ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২)
৩। জলাশয় সংস্কাররে মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প
৪। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প
৫।উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্প
(ক) চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন এবং ছোট মৎস্য সংরক্ষণ প্রকল্প
(খ) মৎস্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রন ও গণসচেতনতা সৃষ্টি প্রকল্প
(গ) RFLDC আঞ্চলিক মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়
চাটখিল, নোয়াখালী।
ফোন-০৩২২২-৫৭০৫৩
মোবাইল- ০১৫৩১৮৩৬৪০৬, ০১৭২৩৭৮৭৯৮৯
ই-মেইল- ufochatkhil.2017@gmail.com, Ufochatkhil@fisheries.gov