Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চাটখিল উপজেলা

চাটখিল বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার ক্ষুদ্রতম উপজেলা/থানা হিসেবে ১৯৭৭ সালের ২রা ফেব্রুয়ারী চাটখিল থানা প্রতিষ্ঠিত হয়। চাটখিল বর্তমানে নোয়াখালী’র ১০টি পৌরসভার একটি, ১৯৯৫ সালের ১ জানুয়ারি চাটখিল পৌরসভা হিসেবে এর কার্যক্রম শুরু করে।

 

অবস্থান

আয়তন: ১৩৩.৮৯ বর্গ কিমি। অবস্থান: ২২°৫৮´ থেকে ২৩°০৮´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৩´ থেকে ৯১°০২´ পূর্ব দ্রাঘিমাংশ।

 

প্রশাসনিক এলাকা

উত্তরে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা, দক্ষিণে বেগমগঞ্জ উপজেলা, পূর্বে সোনাইমুড়ী উপজেলা এবং পশ্চিমে লক্ষিপুর উপজেলা। ০৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা। ইউনিয়নগুলো হল সাহাপুর, রামনারায়নপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাও, হাটপুকুরিয়া, নোয়াখলা, খিলপাড়া। একমাত্র পৌরসভা টি হল চাটখিল পৌরসভা

 

ইতিহাস

=== প্রাচীন নিদর্শনাদি ও দর্শনীয় স্থান ===

চাটখিল উপজেলায় ঐতিহ্যবাহী স্থাপনা গুলোর মধ্যে রয়েছে রামনারায়নপুর ইউনিয়নে একটি জরাজীর্ন জমিদার বাড়ী আছে এবং বদলকোট ইউনিয়নে মেঘা দীঘি নামে একটি দীঘি রয়েছে। এছাড়া দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ সবার মন জুড়ায়।

 

=== মুক্তিযুদ্ধের ঘটনাবলি ===

১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীরের এলাকা নোয়াখালীর চাটখিল। এ উপজেলায় রয়েছে খেতাব প্রাপ্ত ৪জন বীর বিক্রম ও ৬জন বীর প্রতীক। এ ছাড়াও রয়েছে ৭শ ৫৫জন মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন । স্বাধীনতা শব্দটিকে আমাদের করতে চাটখিলবাসীর অবদান বিশাল । ১মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষনার সাথে সাথে সারা দেশের মতো চাটখিলও ফুঁসে ওঠে । বঙ্গবন্ধুর ৭ মার্চভাষণের পর পরই চাটখিলে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণের কাজ । চলতে থাকে কর্মপরিকল্পনা । স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠিত হয় সংগ্রাম কমিটি ।
২৫ মার্চ পাকিস্তানী বাহিনী ঘুমন্ত বাঙ্গালীদের উপর ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চ বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে বৈঠকে বসেন সংগঠকবৃন্দসহ অপরাপর নেতৃবৃন্দ। সংগঠকগনসহ অনেক প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন জনতা সীমানা অতিক্রম করে ভারতের ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।দীর্ঘ যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনী পরাজয় বরণ করে ও ১৬ ডিসেম্বর ১৯৭১ অর্জিত হয় আমাদের স্বাধীনতা।

 

=== ধর্মীয় প্রতিষ্ঠান ===

চাটখিল উপজেলায় ছয় শতাধিক মসজিদ, তিন শতাধিক ঈদ্গাহ, কিছু মাজার , এগারোটি পূজা মণ্ডপ  রয়েছে।

 

জনসংখ্যার উপাত্ত

মোট ২১৫৩৯১;

পুরুষ ১০৪০৫১,

মহিলা ১১১৩৪০।

মুসলিম ২০৮২৯৩,

হিন্দু ৭০৬৯

অন্যান্য ২৯।

 

 

শিক্ষা

শিক্ষিতের গড় হার ৬৫.৮০%;

পুরুষ ৬৫.১৭%, মহিলা ৬৬.৩৬%।

কলেজ ৪,

মাধ্যমিক বিদ্যালয় ২২,

প্রাথমিক বিদ্যালয় ১১৭,

কিন্ডার গার্টেন ৭০,

মাদ্রাসা ১৯।

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী কলেজ, চাটখিল পি.জি.(পাঁচগাঁও) সরকারি উচ্চ বিদ্যালয় (১৯০৭), খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় (১৯১৪)।

 

 

অর্থনীতি

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২৯.৬৯%, অকৃষি শ্রমিক ২.০০%, শিল্প ০.৯২%, ব্যবসা ১৪.৭০%, পরিবহণ ও যোগাযোগ ৪.৫৫%, চাকরি ১৬.২১%, নির্মাণ ২.০০%, ধর্মীয় সেবা ০.৪৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২১.২৯% এবং অন্যান্য ৮.১৬%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৬১.৯৮%, ভূমিহীন ৩৮.০২%। শহরে ৫৭.৭২% এবং গ্রামে ৬২.৫৮% পরিবারের কৃষিজমি আছে।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, সুচিশিল্প, দারুশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ।

শিল্প ও কলকারখানা ধানকল, আটাকল, বরফকল, মরিচকল প্রভৃতি।

কুটিরশিল্প তাঁতশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ, পিতলের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ২২। চাটখিল বাজার, পাঁচগাঁও বাজার, দশগড়িয়া বাজার, খিলপাড়া বাজার এবং চৈত্রসংক্রান্তির মেলা উল্লেখযোগ্য।

কৃষি:

প্রধান কৃষি ফসল ধান, ডাল, সুপারি, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, তিসি, সরিষা, মিষ্টি আলু, আউশ ও আমন ধান।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, কলা, পেঁপে, নারিকেল, পেয়ারা, খেজুর, সুপারি।

মৎস্য, গবাদিপশু, হাঁস-মুরগির খামার  এ উপজেলায় নার্সারি, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার আছে।

 

যোগাযোগ :

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১৮৫.৮৩ কিমি, আধা-পাকারাস্তা ২১৩.১৭ কিমি, কাঁচারাস্তা ৩৭.৫ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়া ও গরুর গাড়ি।